দেশ

রাজস্থানে ট্রাকের পেছন গাড়ির ধাক্কা, অগ্নিদগ্ধ হয়ে মৃত ২ শিশু সহ ৭

রবিবার রাজস্থানের সিকার জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। একটি দ্রুতগামী গাড়ি এবং একটি ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এই দুর্ঘটনায় ৩ নারী ও দুই শিশুসহ মোট সাতজন দগ্ধ হয়েছেন। পুলিশ এ তথ্য জানিয়েছে। পুলিশ আধিকারিকরা বলছেন, আরশিবাদ পুলিয়ার কাছে দুর্ঘটনাটি ঘটেছে। অগ্নিকাণ্ডে গাড়িতে থাকা ব্যক্তিরা মারা যান। গাড়িতে মোট ৭জন ছিলেন। তিনি জানান, নিহতদের মধ্যে ৩ নারী, ২ শিশু ও দুই পুরুষ রয়েছে। ওই কর্মকর্তা জানান, আগুনের কারণে গাড়ির দরজা খুলতে পারেনি। এতে সবাই গাড়ির ভেতরে আটকা পড়ে। বের হতে না পারায় গাড়িতে থাকা তিন নারী, দুই শিশু ও দুই পুরুষ জীবন্ত দগ্ধ হয়ে মারা যায়। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান ওই কর্মকর্তা। তিনি আরও জানান, ট্রাক ও গাড়িতে আগুন নেভানোর চেষ্টা চলছে। গাড়িতে থাকা সাতজন সালাসার বালাজি মন্দির থেকে হিসারের দিকে যাচ্ছিলেন। এদিকে পথিমধ্যে ফতেপুর কোতোয়ালি থানা এলাকার আরশিবাদ পুলিয়ার কাছে পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয় গাড়িটি। ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটিতে আগুন ধরে যায়। গাড়িতে থাকা ব্যক্তিরা উত্তরপ্রদেশের মিরাটের বাসিন্দা।