খেলা

৩ উইকেটে জয়ী রাজস্থান রয়্যালস

১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে রাজস্থান রয়্যালস। মাত্র ২ রান করে আউট হন ওপেনার জস বাটলার। ৯ রানের বেশি করতে পারেননি দলের দ্বিতীয় ওপেনার মনন ভোরা। গত ম্যাচে শতরান করা সঞ্জু স্যামসন এদিন মাত্র ৪ রান করে সাজঘরের রাস্তা ধরেন। ২ রান করে আউট হন শিবম দুবে। তরুণ রিয়ান পরাগও এদিন ২ রানের বেশি করতে পারেননি। এরপর রাহুল তেওয়াটিয়ার সঙ্গে ৪৫ রানের পার্টনারশিপ হয় ডেভিড মিলারের। যদিও ১৭ বলে ১৯ রান করে সাজঘরে ফিরে যান রাজস্থানের ওই অল রাউন্ডারও। দুর্দান্ত মেজাজে ব্যাট চালিয়েও দলকে জিততে না পারার হতাশা নিয়ে আউট হন ডেভিড মিলার। ৪৩ বলে ৬২ রানের লড়াকু ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি ব্যাটসম্যান। সাতটি চার ও দুটি ছক্কা দিয়ে সাজানো মিলারের ইনিংস। শেষবেলায় ১৮ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলে রাজস্থানের জয় নিশ্চিত করেন ১৬.২৫ কোটি টাকা দিয়ে কেনা ক্রিস মরিস। চারটি ছক্কা দিয়ে সাজানো তাঁর ইনিংস দেখে রয়্যালস সমর্থকদের বক্তব্য, পয়সা উসুল। দিল্লি ক্যাপিটালসের হয়ে ৩ উইকেট নেন পেসার আবেশ খান। ২টি করে উইকেট নেন কাগিসো রাবাডা ও ক্রিস ওকস। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চলতি আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের মাঠের ব্যাটিং সহায়ক উইকেটে রান তাড়া করে ম্যাচ জেতা সহজ হবে বলে মনে করেছিলেন অধিনায়ক সঞ্জু স্যামসন। নিজের পরিকল্পনায় খানিকটা সফলও হলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে গত ম্যাচেও রান তাড়া করেছিল রাজস্থান রয়্যালস। দুর্দান্ত শতরানও করেছিলেন অধিনায়ক সঞ্জু স্যামসন। কিন্তু ম্যাচ জিততে পারেনি রাজস্থান। অন্যদিকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গত ম্যাচে টসে জিতে পরে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ। সেই সিদ্ধান্ত সঠিক বলে প্রমাণ হয়েছিল। এদিন শুরুটা নড়বড়ে হলেও শেষের দিকে সবটা সামলে নেয় দিল্লি ক্যাপিটালস। আজ ব্যর্থ হলেন দিল্লির টপ অর্ডারের তিন ব্যাটসম্যান। গত ম্যাচে অর্ধশতরান করা পৃথ্বী শ ও শিখর ধাওয়ান যথাক্রমে ২ এবং ৯ রান করে আউট হলেন। ৮ রান করে আউট হন অজিঙ্ক রাহানে। রানের খাতাই খুলতে পারেননি অল রাউন্ডার মার্কাস স্টইনিস। এরপর নবাগত ললিত যাদবের সঙ্গে ঝুটি বেঁধে ৫১ রানের পার্টনারশিপ করেন ঋষভ পন্থ। ৩২ বলে ৫১ রানের লড়াকু ইনিংস খেলে রান আউট হয়ে যান দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। ৯টি চার আসে তাঁর ব্যাট থেকে।