দেশ

‘কোনও পরামর্শ থাকলে বলুন’, মমতাকে ফোন রাজনাথের, তৃণমূল সুপ্রিমোকে সামলাতে প্রতিরক্ষামন্ত্রীকে মাঠে নামালেন মোদি!

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে বুধবার কথা বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং । সূত্রের খবর তেমনই। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে জোট বাঁধল বিরোধীরা। দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠক হাজির হলেন ১৭ রাজনৈতিক দলের প্রতিনিধিরা। শুধু তাই নয়, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ঐক্যমতের ভিত্তিতে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। বিরোধীদের তরফে কে হবেন  রাষ্ট্রপতি পদপ্রার্থী? মমতা জানিয়েছেন, ‘সবাই সর্বসম্মতিক্রমে শরদ পওয়ারের নাম প্রস্তাব করেছে। যদি রাজি হন, তাহলে সবাই সমর্থন করবে। রাজি না হলে অন্য নাম নিয়ে আলোচনা হবে’। এমনকী, শরদ পওয়ার রাজি না হলে, তিনি ফারুক আবদুল্লা ও গোপালকৃষ্ণ গান্ধীর নাম প্রস্তাব করেছেন। এদিকে চুপ করে বসে নেই বিজেপিও। সূত্রের খবর, এদিন সকালে বৈঠকের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন রাজনাথ সিং।  অনুরোধ করেন, ‘রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে কোনও পরামর্শ থাকলে বলুন’। মমতা পাল্টা জানিয়ে দেন, ‘সরকারপক্ষ আগে নাম জানাক, তারপরই মন্তব্য করবেন’। এমনকী, রাজনাথের ফোন পেয়েছেন অখিলেশ যাদব ও মল্লিকার্জুন খার্গে-ও। মন্ত্রক সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, একই বিষয়ে রাজনাথ সিং অন্যান্য কয়েকটি বিরোধীদলের নেতাদের সঙ্গে কথা বলেছেন। সূত্রের খবর, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবির যাতে কোনও প্রার্থী না দাঁড় করায় সে ব্যাপারে রাজনাথ সিংকে দায়িত্ব দেওয়া হয়েছে। শাসকদল মনে করছে, মমতাকে কোনভাবে বোঝাতে পারলেই কিস্তিমাত। এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রী রাজনাথের কথা সাড়া দেন কি না।