বিহার বিধানসভা নির্বাচনের পর ফের রাজ্যসভা ভোট। ৯ নভেম্বর রাজ্যসভার ১১টি আসনে হবে ভোট। উত্তরপ্রদেশের ন’টি আসনে এবং উত্তরাখণ্ডের একটি। এর আগে জুনে মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট সহ বেশ কয়েকটি রাজ্যে রাজ্যসভার ভোট হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী, কংগ্রেস সাংসদ রাজ বব্বরের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে নভেম্বরে। তাঁদের আসন সহ মোট ১১টি আসনে হবে ভোট। নির্বাচন কমিশন জানিয়েছে, করোনা-বিধি মেনে ভোট করানো হবে। সামাজিক দূরত্ববিধি মানতে হবে। ভোট দিতে ঢোকার আগে ভোটদাতাদের তাপমাত্রা মাপা হবে। মাস্ক, স্যানিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক। বিবৃতিতে আরও জানানো হয়েছে, মুখ্য নির্বাচনী অফিসারেরা দুই রাজ্যে পর্যবেক্ষক হিসেবে থাকবেন। এর মধ্যে ২৮ অক্টোবর থেকে বিহারে বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। ২৪৩টি আসনে তিনটি পর্যায়ে হবে এই ভোট। ফল ঘোষণা ১০ নভেম্বর।



