যাওয়ার পথে তাঁকে ‘গ্রেফতার’ করা হয়েছে ৷ রবিবার নিজের টুইটে এমনটাই দাবি করেছেন কৃষক নেতা রাকেশ টিকায়েত তিনি জানিয়েছেন, এদিন রাজধানীতে ঢোকার আগেই তাঁকে পাকড়াও করে দিল্লি পুলিশ৷ পরে তাঁকে গ্রেফতার করা হয় ৷ রাকেশের অভিযোগ, দিল্লি পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রকের হয় কাজ করছে ৷ তবে এভাবে যে কৃষকদের দমিয়ে রাখা যাবে না, তাও মনে করিয়ে দিয়েছেন তিনি ৷ এদিন রাকেশ হিন্দিতে একাধিক টুইট করেন ৷ সঙ্গে বেশ কয়েকটি ছবিও পোস্ট করেন ৷ সেখানে তাঁকে পুলিশের সঙ্গে দেখা গিয়েছে ৷ তেমনই একটি পোস্টে এই কৃষক নেতা লিখেছেন, “দিল্লি পুলিশ কেন্দ্রীয় সরকারের হয়ে কাজ করছে ৷ তবে তারা কখনই কৃষকের কণ্ঠরোধ করতে পারবে না ৷ এই গ্রেফতারি নতুন বিপ্লব ঘটাবে ৷ শেষ নিঃশ্বাস পর্যন্ত এই লড়াই চলবে ৷ আমরা থামব না, আমরা ক্লান্ত হব না, আমরা মাথা নোয়াবো না ৷”