ভাইরাল

1st Photo Of Ram Lalla Idol: প্রকাশ্যে এল অযোধ্যায় রামলালার মূর্তির প্রথম ছবি

প্রকাশ্যে এল অযোধ্যায় রামলালার মূর্তির প্রথম ছবি। বৃহস্পতিবারই অযোধ্যা মন্দিরে নতুন মূর্তি বসানো হয়েছে। সমস্ত আচার এবং নিয়ম নেবেই মন্দিরে বসানো হয়েছে মূর্তি। ২২ জানুয়ারি এই মূর্তিরই প্রাণ প্রতিষ্ঠা করা হবে। শুক্রবারই এই ৫১ ইঞ্চির রামলালার ছবি প্রকাশ করা হল। মহীশূরের শিল্পী অরুণ যোগীরাজ এই মূর্তিটি তৈরি করেছেন। এটি তৈরি করা হয়েছে কালো পাথর দিয়ে। সোমবার এই মূর্তিরই প্রাণ প্রতিষ্ঠা করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গোয়া অযোধ্যা জুড়ে এখন চলছে শেষ তুলির টান। মন্দিরের কাজ সময়ে শেষ করতে কারিগররা চেষ্টার খামতি রাখছেন না। অযোধ্যায় প্রতিটি রাস্তা থেকে শুরু করে গলিপথ সর্বত্রই আলোয় মুড়ে দেওয়া হয়েছে। রাত ঘনালেই চলছে লেজার শো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু থেকে শুরু করে ভক্ত সকলেই অযোধ্যায় ভিড় করেছেন। গোটা অযোধ্যাই তাই এখন রামময় হয়ে উঠেছে।   কর্ণাটকের ভাস্কর অরুণ যোগরাজের তৈরি রামলালার মূর্তিটির ওজন ২০০ কিলো। মূর্তিটি ৪.২৪ ফুট লম্বা, ৩ ফুট চওড়া। রামলালার মূর্তির উপরের দিকে রয়েছে স্বস্তিকচিহ্ন, ওঁ-চিহ্ন, চক্র ও গদা চিহ্ন। তবে রামলালার মূর্তির একেবারে শীর্ষে থাকছেন সূর্য ভগবান। রামলালার মূর্তির চারপাশে পাথরে অঙ্কিত রয়েছেন দশাবতার। রামলালার ডানদিকে থাকছেন যথাক্রমে মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ এবং বামন অবতার। বাঁদিকে থাকছেন যথাক্রমে পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং কল্কি অবতার। অবতারগণের একেবারে নীচে একদিকে আছেন হনুমান, একদিকে গরুড়। রামলালা দাঁড়িয়ে আছেন একটি পদ্মের উপরে।