জেলা

রানিনগর থানা ও তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৩৬

 রানিনগর থানা এবং তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগে ৩৬ জন বাম-কংগ্রেস সমর্থককে গ্রেফতার করল জেলা পুলিশ। পঞ্চায়েত নির্বাচনে রানিনগর-২ পঞ্চায়েত সমিতি বাম-কং জোট দখল করার পর শুক্রবার গোধনপাড়া এলাকায় সমাবেশের ডাক দেওয়া হয়। সেই সমাবেশে অধীর চৌধুরী-সহ উপস্থিত নেতারা উসকানিমূলক বক্তব্য পেশ করেন। তার জেরেই সভা শেষে দুই দলের কিছু উত্তেজিত সমর্থক প্রথমে থানায় ভাঙচুর চালায়। হামলা চলে পুলিশকর্মীদের ওপর। আক্রমণে চার পুলিশকর্মী গুরুতর আহত হয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। পরে ওই উন্মত্ত জনতা এলাকার তৃণমূল পার্টি অফিসেও ভাঙচুর চালায়। আগুন ধরিয়ে দেয় পার্টি অফিসের আসবাবপত্রে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে সারারাত অভিযান চালায়। পুলিশ জানায়, থানায় হামলা চালানোর জন্য সুয়ো মোটো মামলা এবং তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর চালানোয় পৃথক একটি মামলা দায়ের হয়েছে।