বিদেশ

থাইল্যান্ড সীমান্তের দখল নিল মায়ানমারের বিদ্রোহীরা

রাতভর অভিযান চালিয়ে থাইল্যান্ড সীমান্তবর্তী প্রধান শহর মায়াবতীর দখল নিল মায়ানমারের বিদ্রোহী জোট। ওই এলাকায় সক্রিয় সশস্ত্র বিদ্রোহী সংগঠন কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ)-এর তরফে বৃহস্পতিবার এই দাবি করা হয়েছে। তাদের দাবি, থাইল্যান্ড সীমান্ত রক্ষার দায়িত্বপ্রাপ্ত জুন্টা সেনার ‘ব্যাটেলিয়ন ২৭৫’-এর সদর দফতরেরও দখল নিয়েছে বিদ্রোহী বাহিনী। থাইল্যান্ড সীমান্তরক্ষী বাহিনীর সূত্র উদ্ধৃত করে প্রকাশিত একটি খবরে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যা থেকেই মায়াবতী থেকে গুলিগোলার আওয়াজ আসতে শুরু করে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে তা কিছুটা স্তিমিত হয়ে পড়ে। এর মধ্যেই বেশ কিছু পলাতক সেনা এবং অসামরিক নাগরিক মায়াবতী লাগোয়া সীমান্তবর্তী সেতু টপকে তাইল্যান্ডের মায়ে সোতে শহরে আশ্রয় নিয়েছেন বলেও ওই খবরে দাবি। থাইল্যান্ড বলেছে, সংঘর্ষে বাস্তুচ্যুত এক লক্ষ মানুষকে আশ্রয় দিতে প্রস্তুত তারা।