বিনোদন

সকাল ৬টার থেকে শো, ঐতিহাসিক অগ্রিম বুকিং, মুক্তির আগেই রেকর্ড গড়ল শাহরুখের পাঠান, হারিয়ে দিল কেজিএফ এবং আরআরআর-কে!

আগামিকাল গোটা দেশজুড়ে মুক্তি পাচ্ছে পাঠান। বেশরম রং-মুক্তি পাওয়ার পর থেকেই পাঠান নিয়ে বিক্ষুব্ধ দেশের রাজনীতি মহল। সৌজন্যে দীপিকার গেরুয়া বিকিনি এবং অশ্লীল ডান্সভঙ্গিমা। যাই হোক, সেন্সর বোর্ডের নির্দেশে গানের ১০ দৃশ্যে কাঁচি চালিয়ে তবেই মুক্তি দেওয়া হচ্ছে ‘পাঠান’ কে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীও আশ্বাস দিয়েছেন যে, পাঠান শান্তিমতো মুক্তি পাবে দেশে। এছাড়াও গুজরাতে বজরং দল পাঠান মুক্তির পর কোনও বিরোধ না করারও আশ্বাস দিয়েছে। যাই হোক, মঙ্গলবার সকাল সকাল শাহরুখ খান নিশ্চিত করছেন যে, তাঁর প্রত্যাবর্তন ছবি পাঠান চলচ্চিত্রটি বিশ্বজুড়ে সর্বাধিক মুক্তি পাবে। বক্স অফিসে প্রায় ৫০ কোটি দিয়ে খাতা খুলল পাঠান ! ভাঙল কেজিএফ এবং আরআরআর-এর রেকর্ড। বাম্পার অগ্রিম বুকিং চলছে৷ মনে করা হচ্ছে ভেঙে যাবে সব রেকর্ড৷ জানা গিয়েছে, চলচ্চিত্রটি বিশ্বজুড়ে রেকর্ড-ব্রেকিং ১০০ টির বেশি দেশে মুক্তি পাবে। শুধুমাত্র বিদেশে ২৫০০ টিরও বেশি স্ক্রিনে প্রদর্শিত হবে। ছবিটির জন্য অগ্রিম বুকিং ইতিমধ্যেই ২৫ জানুয়ারী পাঠানের বিশাল উদ্বোধনের ইঙ্গিত দিচ্ছে। বিদেশে এটির মুক্তির অবস্থা শেয়ার করে, চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ জানিয়েছেন, “’পাঠান’ রেকর্ড-ব্রেক ১০০টির বেশি দেশ, বিদেশে ২৫০০ বেশি স্ক্রীনে মুক্তি পাবে, যে কোনও #ভারতীয় চলচ্চিত্রের জন্যই এটি একটি বিশাল পাওনা, বিশেষ করে মহামারী পরবর্তী পর্যায়ে।” এছাড়াও সোমবার তরণ পাঠানের বিক্রি করা টিকিটের সংখ্যাও ভাগ করে নিয়েছেন। তিনি বলেন, পাঠান রিলিজের ১ দিন আগেও প্রায় ৪.১৯ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে, অগ্রিম বুকিংয়ের জন্য আরও এক দিন বাকি রয়েছে। ছবিটি বাহুবলী ২ এবং কেজিএফ ২ এর পিছনে রয়েছে।