গত ১২ অগাস্ট ওই ব্যক্তি ব্রাজিল থেকে দুবাই হয়ে কলকাতা আসেন। তারপর তাঁকে বিমানবন্দর থেকে গ্রেফতার করেন নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। তাঁরা সন্দেহ প্রকাশ করেন ওই ব্যক্তি পাচার করে আনা ক্যাপসুল গিলে ফেলেছেন। তারপরেই ওই ব্যক্তির পেটে যন্ত্রণা শুরু হয়। প্রথমে তাঁকে কলকাতা বিমানবন্দরের কাছে একটি বেসরকারি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে এসএসকেএমে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসার পর তাঁর শরীর থেকে ওই মাদক ক্যাপসুল উদ্ধার করেন এসএসকেএমের চিকিৎসকেরা। ব্রাজিলের এক যুবকের পাকস্থলী থেকে
৪৪টি মাদক ক্যাপসুল উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, ব্রাজিল থেকে ভারতে এসেছিলেন এক ব্রাজিলীয় যুবক। কলকাতা বিমানবন্দরে আচমকাই তাঁর পেটে ব্যথা শুরু হয়। তৎক্ষণাৎ তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে চিকিৎসার পর ওই যুবকের মল থেকে ৪৪টি মাদক ক্যাপসুল উদ্ধার করেছেন চিকিৎসকরা। যার এক একটির ওজন প্রায় ১২ থেকে ১৪ গ্রাম। ক্যাপসুলের ভিতর থেকে প্রায় আধ কেজি ওজনের কোকেন ছিল বলে জানায় পুলিশ।