কলকাতা

নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল হাইকোর্ট

নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট । রাজ্য পুলিশের সিআইডি মামলায় জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান ৷ বাঁকুড়া থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্তে নামে সিআইডি । একই অভিযোগ ছিল শিক্ষা দফতরের কর্তা তথা নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত শান্তি প্রসাদ সিনহার বিরুদ্ধে । তিনি অবশ্য আগেই জামিন পেয়েছেন ৷ এখনও পর্যন্ত রাজ্য সরকারের কাছ থেকে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমোদন মেলেনি । কিন্তু বিচারের নামে বছরের পর বছর কাউকে আটকে রাখা যায় না । তাই সাংবিধানিক অধিকারবলে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন মঞ্জুর করলেন বিচারপতি শুভ্রা ঘোষ । তবে যেহেতু তিনি এখনও সিবিআইয়ের মামলায় জেল হেফাজতে রয়েছেন, তাই এই মুহূর্তে তাঁক জেলমুক্তি হচ্ছে না ৷ উল্লেখ্য, ইডির মামলায় আগেই কলকাতা হাইকোর্ট থেকে জামিন মিলেছে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের । আর এবার তিনি জামিন পেলেন সিআইডির মামলায় ৷ তবে সিবিআইয়ের মামলার কারণে তাঁর আপাতত জেলমুক্তি হচ্ছে না । এর আগেও, কলকাতা হাইকোর্টের কাছে একাধিকবার জামিনের আবেদন জানিয়েছেন কল্যাণময় । তাঁর শারীরিক অসুস্থার কারণে জামিন পাওয়া উচিত বলে আবেদন করেন তিনি । অন্যদিকে, নিয়োগ দুর্নীতিরই অন্য একটি মামলায় কালীঘাটের কাকু অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্রের জামিনের মেয়াদ এদিন বাড়িয়েছে হাইকোর্ট । বাড়ি থেকে বেরিয়ে নিজস্ব থানা এলাকার যে কোনও জায়গায় যাওয়ার অনুমতি পেতে এদিন আদালতে আবেদন জানান ‘কালিঘাটের কাকু’। তাঁর সেই আবেদনের বিরোধিতা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই । সুজয়কৃষ্ণের আবেদনে সাড়া দেয়নি কলকাতা হাইকোর্ট । বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়ে দেন, জামিন মামলার শুনানির পরই এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে । তবে সুজয়কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তীকালীন জামিনের সময়সীমা বৃদ্ধি করেছে হাইকোর্ট । 31 জুলাই থেকে সেই সময়সীমা বৃদ্ধি করে 31 অগস্ট করা হয়েছে । মামলার পরবর্তী শুনানি একুশে অগস্ট ।