আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য রিলে অনশনে বসছেন কৃষকরা। আজ দিল্লি সীমানায় কৃষক বিক্ষোভের মঞ্চ থেকে সরকারের বিরুদ্ধে হঁশিয়ারি দিলেন আন্দোলনের অন্যতম মুখ স্বরাজ ইন্ডিয়ার প্রধান যোগেন্দ্র যাদব। শুধু তাই নয়, আগামী রবিবার প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ চলাকালীন থালা বাজানোর কর্মসূচি নেওয়া হয়। যাদব বলেন, ‘আমরা শুধু প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, আপনি কবে আমাদের কথা শুনবেন?’
আন্দোলনের ঝাঁঝ বাড়াতে এদিন পাঁচটি গুরুত্বপূর্ণ কর্মসূচি নিয়েছেন কৃষকরা। যাদব জানান, ‘রিলে অনশনে প্রতি ২৪ ঘন্টায় ১১ জন করে অনশনে বসবেন। আগামী ২৩ ডিসেম্বর কৃষক দিবসে সবার উদ্দেশে আমাদের অনুরোধ, এই কৃষকদের জন্য আপনারা অন্তত একবেলা অনশন করুন।’ এছাড়া এনডিএ জোট থেকে সমর্থন তুলে নেওয়ার আহ্বান জানিয়ে বিজেপির শরিকদলগুলিকে চিঠি লিখবেন কৃষকরা।