আগামী ৩ বছরে রাজ্যে রিলায়েন্স কুড়ি হাজার কোটি টাকা বিনিয়োগ করবে বলে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ঘোষণা করলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ৷ মুখ্যমন্ত্রীর প্রশংসা করে একগুচ্ছ ঘোষণা করেন মুকেশ আম্বানি। তিনি মুখ্যমন্ত্রীকে বলেন বলেন, “বাংলার মানুষ আপনাকে বেছে নিয়েছে নেতৃত্ব দেওয়া জন্য। অটরবিহারি বাজপেয়ি আপনাকে অগ্নিকন্যা বলেছেন। আপনি এখন সোনার বাংলা জানিয়েছেন। বাংলার জিডিপি জাতীয় স্তরে অনেকটাই বেশি। বাংলা দেশের পূর্ব প্রান্তে নতুন বিনিয়োগের দরজা খুলে দিয়েছে। বাংলা এখন এগিয়ে
যাওয়ার দিশারি হয়ে গিয়েছে। আপনার সবাই দেখতে পাচ্ছেন।” মুকেশ আম্বানি বলেন, “বাংলার এখন অনেক এগিয়ে যাচ্ছে। ইন্ডিয়া এখন গোটা বিশ্বের তৃতীয় অর্থনীতিতে পরিণত হয়েছে। রিলায়েন্স বাংলার উন্নতিতে কাজ করে যাবে। ৪৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছি আগে। আগামী ৩ বছরে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ক্ষেত্রে আরও বিনিয়োগ করবে। ফাইভ জি পরিষেবা এগিয়ে যাচ্ছে। বাংলার প্রত্যেক বাড়িতে এয়ার ফাইবার এবং জিও ফাইবার পরিষেবা দেখা যাবে। এই পরিষেবা কর্মক্ষেত্রে নতুন দিশারী হবে।” তিনি
আরও বলেন, “আমরা বাংলার বাসিন্দাদের ধন্যবাদ জানাই জিওকে গ্রহণ করার জন্য। আমরা এখন পার্টনার হয়েছিল প্রভুজি, বিস্কফার্মের মতো সংস্থা। জিও মার্টের মতো পরিষেবা বাংলায় উন্নতি হয়েছে। এখনকার দিনে জলবায়ু ভারসাম্য ঠিক করা উচিত। রিলায়েন্স এখন দেশের সবথেকে বড় বায়ো এনার্জি পরিষেবা দিচ্ছে। রিলায়েন্স ফাউন্ডেশন কালীঘাট মন্দির নতুন ভাবে মেরামত করার প্রজেক্ট নিয়েছে। এই প্রজেক্টের কাজ আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ। রিলায়েন্সের অনেক ভাল প্রযুক্তিবিদ বাংলাতে কাজ করছে।”