জেলা

হনুমান জয়ন্তীতে বহিরাগতদের অশুভ শক্তি ঠেকাতে সীমান্ত সিল করার পরামর্শ গোয়েন্দাদের !

রাজ্যে অশান্তি পাকাতে ইতিমধ্যে বহিরাগতরা প্রবেশ করেছে। ৬ এপ্রিল হনুমান জয়ন্তীতে রাজ্যে সাম্প্রদায়িক উস্কানি দিতে আরও বহিরাগতরা প্রবেশ করতে চলেছে। ইতিমধ্যে উত্তর ২৪ পরগনা জেলায় বিভিন্ন এলাকায় উস্কানিমূলক প্রচার শুরু হয়ে গিয়েছে। হালিশহর, কাকিনাড়া, ব্যারাকপুর, নৈহাটি, আগরপাড়া এলাকায় হনুমান জয়ন্তী উপলক্ষে উত্তেজনা ছড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বাদ নেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। গোয়েন্দাদের অনুমান, বহিরাগতরা এ রাজ্যে অশান্তির বাতাবরণ সৃষ্টি করে তারা গা ঢাকা দেবে। এখনই এই রাজ্যের বিভিন্ন সীমান্তে নাকা চেকিংয়ের পাশাপাশি প্রয়োজনবোধে সীমান্ত সিল করা অত্যন্ত প্রয়োজন বলে মনে করছেন গোয়েন্দারা। রাজ্য ও কলকাতা পুলিশের পক্ষ থেকে পৃথক পৃথক রিপোর্ট পৌঁছে দেওয়া হয়েছে নবান্নের স্বরাষ্ট্র দপ্তরে। সেই রিপোর্টে ওপর ভিত্তি করে হনুমান জয়ন্তীতে সমস্ত রকম মিছিল বাতিল করা হয়েছে। পুজো হতে পারে কিন্তু কোনভাবেই মিছিল করে যাতে কোথাও কোন অশান্তি ছড়ানো না হয় তার জন্য নবান্নে স্বরাষ্ট্র দপ্তর থেকে রাজ্যের সব থানা গুলিকে সতর্ক করা হয়েছে। সম্প্রতি হাওড়া শিবপুর এবং হুগলি জেলার রিষড়াতে একটানা পরপর রামনবমির মিছিলকে কেন্দ্র করে যে হিংসার পরিবেশ সৃষ্টি হয়েছে, তার পরিপেক্ষিতে হনুমান জয়ন্তী উপলক্ষে এবং আগামী দিন রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠ রাখতে বহিরাগতদের এ রাজ্যে প্রবেশ বন্ধ করার পরামর্শ দিয়েছেন গোয়েন্দারা । বিভিন্ন বড় জংশন স্টেশনগুলির পাশাপাশি হাওড়া ,শিয়ালদা এবং এই রাজ্যের প্রবেশের সীমান্তবর্তী সড়ক গুলিতে ইতিমধ্যেই কোথাও কোথাও নাকা চেকিং শুরু হয়ে গিয়েছে। কিন্তু এই তল্লাশি অভিযান আরো জোরদার করার পরামর্শ দিয়েছেন গোয়েন্দারা ।যাতে বহিরাগতদের প্রবেশ করিয়ে কোন অঘটন ঘটিয়ে সহজে রাজ্য ছেড়ে পালিয়ে যেতে না পারে।