দেশ

দিল্লি বিস্ফোরণে ইরান যোগ! উদ্ধার রহস্যজনক হুমকি চিঠি

দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের অদূরে আইইডি বিস্ফোরণের ঘটনার তদন্তে উঠে এল চাঞ্চল্যকর জোড়া তথ্য৷ ঘটনাস্থল থেকেই খামবন্দি একটি চিঠি উদ্ধার করেছেন তদন্তকারীরা৷ ওই খামের মধ্যে ইজায়েরল দূতাবাসের উদ্দেশে লেখা একটি  হুমকি চিঠি পেয়েছে।  হুমকি চিঠিটি লেখা হয়েছে ইজরায়েলের রাষ্ট্রদূতকে উদ্দেশ করে। চিঠিতে ইরানের জেনারেল কাসিম সোলেমানি ও ইরানের পরমাণু বিজ্ঞানী মহসিন ফখরিজাদেইকে খুনের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। সেই খুনের বদলা নিতেই এই হামলা বলে হুমকি দেওয়া হয়েছে চিঠিতে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, এই বিস্ফোরণ সিনেমার ট্রেলার মাত্র।