খেলা

মরক্কোর কাছে জোড়া গোলে হারের পর বেলজিয়াম জুড়ে দাঙ্গা

ফিফা বিশ্বকাপে মরক্কোর কাছে অপ্রত্যাশিতভাবে হেরেছে বেলজিয়াম। শক্তিশালী টিম হয়েও মরক্কোর কাছে ২ গোল হজম করায় স্বভাবতই হতাশ ছিলেন সেই দেশের সমর্থকরা। কিন্তু সেই হতাশা যে এতটা চরম বিশৃঙ্খলার জন্ম দেবে তা কল্পনাও করেনি পুলিস প্রশাসন। গতকাল, বেলজিয়াম মরক্কো ম্যাচের শেষ বাঁশি পড়তেই উত্তপ্ত হয়ে ওঠে ব্রাসেলস-এর রাজপথ। বেলজিয়ামের আরও একাধিক জায়গা ক্ষুব্ধ দর্শকদের ক্ষোভের শিকার হয়। মুহূর্তের মধ্যে দাঙ্গা ছড়িয়ে যায় বেলজিয়াম জুড়ে। ক্ষোভের কারণেই সংঘর্ষে জড়িয়ে পড়েন একাধিক ফুটবল সমর্থক। এদিন অনেক স্থানেই প্রোজেক্টরের মাধ্যমে একত্রে খেলা দেখছিলেন দর্শকরা। দিকে দিকে শুরু হয় ব্যাপক মারপিট। কিছু জায়গায় মরক্কোর পতাকা জড়ানো অবস্থায় দেখা যায় বেলাজিয়ামের নাগরিকদের। পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। কিছু কিছু জায়গায় লাঠিচার্জও করে পুলিস। শুরু হয় ব্যাপক ধরপাকড়। সূত্রে খবর, রায়ট পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোয় প্রায় ১৪ জনকে আটক করা হয়। প্রসঙ্গত, গতকাল মরক্কোর কাছে ২-০ গোলে হারার কারণে ফিফা বিশ্বকাপে অস্বস্তিজনক পরিস্থিতিতে পড়ে গিয়েছে বেলজিয়াম।