খেলা

প্লাস্টিক সার্জারি করতে হবে, বিপন্মুক্ত ঋষভ পন্থ

প্লাস্টিক সার্জারি করতে হয়েছে ঋষভ পন্থের। তবে অপারেশন বড় ধরনের নয়। ক্রিকেটার বিপন্মুক্ত বলে হাসপাতালের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আপাতত কয়েকদিন তাঁকে থাকতে হবে। থাকবেন তাঁর চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে। প্লাস্টিক সার্জারির খবর দিয়েছে দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, ঋষভ পন্থের কপালে ছোটোখাটো একটি প্লাস্টিক সার্জারি করতে হয়েছে। প্লাস্টিক সার্জারি ছাড়া ক্ষতস্থান মেরামতি করা কার্যত সম্ভব ছিল না। দিল্লি

ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্য়াসোসিয়েশনের তিন সদস্যের এক প্রতিনিধিদল দেরাদুনের উদ্দেশ্যে রওনা করবে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। যোগাযোগ রেখেছে পন্থের পরিবারের সঙ্গেও।  দেরাদুনে রেখে ঋষভের চিকিৎসা চলবে না কি তাঁকে দিল্লি নিয়ে আসা হবে, সে ব্যাপারে দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন চিন্তা-ভাবনা করছে। প্রয়োজনে পরিবারের সঙ্গেও কথা বলা হবে। ঋষভ বিপন্মুক্ত। চিকিৎসকেরা তাকে নজরে রেখেছেন। ঋষভ পন্থের এমআরআই এবং সিটি স্ক্যান করা হয়েছে। এমআরআই করা হয়েছে মস্তিষ্কের।  মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, এমআরআই এবং সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক।