দেশ

রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় 

রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ৷ প্রাক্তন আমলা জহর সরকার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দেওয়ার পর তৃণমূল নেতা ঋতব্রতর নাম ঘোষণা করে তৃণমূল ৷ সোমবার রাজ্যসভায় সাংসদ হিসাবে শপথ নেন তিনি ৷ এর আগে ২০১৪ সালেও সংসদের উচ্চকক্ষের সদস্য হয়েছেন, তবে তা সিপিএমের তরফে ৷ সেবার তাঁকে রাজ্যসভার সংসদ হিসেবে মনোনীত করা হয়েছিল ৷ রাজনৈতিক মহলের একটা বড় অংশের রাজ্যের প্রয়াত-প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ইচ্ছাতেই ঋতব্রতকে রাজ্য়সভায় পাঠানো হয়। পরে ২০১৭ সালে তাঁকে ৩ বছরের জন্য বহিষ্কার করে সিপিএম ৷ সে সময় দল বিরোধী কাজ করার অভিযোগ ওঠে ঋতব্রতর বিরুদ্ধে। সিপিএম থেকে বহিস্কৃত হওয়ার পর তিনি নির্দল সদস্য হিসেবেই রাজ্যসভায় ছিলেন ৷