বিনোদন

পর্দায় ফিরছে ‘ডন’, একযুগ পর বাদশাহর হাত ধরেই কামব্যাক ফারহানের

এই মুহূর্তে হাতে একগুচ্ছ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন শাহরুখ খান৷ আপাতত ‘ডানকি’ ছবির শুটিং চলছে৷ এর মাঝেই আবার চমকে দেওয়ার মতো খবর৷ ‘ডন ৩’ ছবি নিয়েও শুরু হয়ে গিয়েছে কথাবার্তা। এক্সেল এন্টারটেনমেন্ট কর্তা রিতেশ সিধওয়ানির দাবি, ‘ডন ৩’ ছবির চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষ করে ফেলেছেন বলিউডের অভিনেতা ও পরিচালক ফারহান আখতার। ২০১১ সালে মুক্তি পেয়েছিল ‘ডন ২’। পরিচালনা করেছিলেন ফারহান আখতার। পরিচালক হিসাবে ‘ডন ২’-ই শেষ ছবি ফারহানের। এক যুগেরও বেশি সময় পরে কি শাহরুখের হাত ধরেই কামব্যাক করবেন ফারহান।