খেলা

বিসিসিআই সভাপতি নির্বাচিত হলেন রজার বিনি

সৌরভ জমানা শেষ। বোর্ডের বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন সভাপতি নির্বাচিত হলেন রজার বিনি । বিসিসিআইয়ের ৩৬ তম সভাপতি নির্বাচিত হলেন তিরাশির বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য। বিসিসিআই সভাপতি পদে আর কোনও মনোনয়ন জমা না পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। রজার বিনি যে বিসিসিআই সভাপতি হচ্ছেন, সেটা অবশ্য ১১ অক্টোবর বোর্ডের বৈঠকেই একপ্রকার স্থির হয়ে গিয়েছিল। বোর্ডের ক্ষমতাসীন গোষ্ঠীর ইচ্ছাতেই সভাপতি পদে মনোনয়ন দেন তিন। রজার বিনির নতুন কমিটিতে আগের মতোই সচিব পদে বহাল থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ। নতুন সহ-সভাপতি হচ্ছেন কংগ্রেস নেতা রাজীব শুক্লা। আইপিএলের চেয়ারম্যান হচ্ছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের ভাই অরুণ ধূমাল। কোষাধ্যক্ষ পদে রয়েছেন আশিস শেলার। যুগ্ম সচিব পদে আসছেন দেবজিত সাইকিয়া। এদের প্রত্যেকের সঙ্গেই রাজনীতির যোগ রয়েছে।