কলকাতা

বিধাননগর পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, জানাল হাইকোর্ট

 বিধাননগর পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আজ একথা জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে আগামী ১২ ঘণ্টার মধ্যেই গোটা পরিস্থিতি খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নেবে কমিশন। এমনকী এই বিষেয়ে মুখ্য ও স্বরাষ্ট্র সচিব, ডিজি এবং আই জির সঙ্গেও আলোচনা করবে কমিশন  বলেও মামলার শুনানিতে নির্দেশ দিল আদালত।   আজ, বৃহস্পতিবার রাজ্যে পুরভোটের নিরাপত্তা সংক্রান্ত একটি জনস্বার্থ মামলায় রায় দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য নির্বাচন কমিশনকে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এর নির্দেশ, রাজ্য পুলিশের ডিজি, মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করে আগামী ১২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজন মনে করলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকেই।  তবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা জানাতে হবে কমিশনকে। এমনকী প্রয়োজনে তারা কেন্দ্রের সাথেও কথা বলে নিতে পারে। সেই সঙ্গে আদালত জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় বাহিনী না এলে রাজ্যের নির্বাচনে যদি কোনো অশান্তি হয় তার জন্য সম্পূর্ণ ভাবে দায়ী থাকবে একমাত্র রাজ্য নির্বাচন কমিশনই।
অন্যদিকে, চার পুরনিগমের ভোট এবং ১০৮টি পুরসভার ভোটের গণনা একই দিনে হবে কি না তা, ভোটের ৪৮ ঘণ্টার মধ্যে কমিশনকেই সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছে আদালত। সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক বলেও রায়ে উল্লেখ করা হয়েছে। এছাড়াও এদিন, পোলিং এজেন্টদের নিয়ে কমিশনের সিদ্ধান্তে কোনও রকম হস্তক্ষেপ করবে না আদালত বলেও এই রায়ে জানিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, মূলত নির্বাচনে হিংসার অভিযোগ তুলে রাজ্যজুড়ে ১০৭টি পুরসভা নির্বাচনে নিরাপত্তার দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। বুধবার এই মামলার শুনানি শেষ হয় তবে রায়দান স্থগিত রাখা হয়েছিল। বৃহস্পতিবার সকালে এই মামলার রায়দান করল কলকাতা হাইকোর্ট।এই মুহূর্তে