ফের ভেঙে পড়ল বিমান। এবার ক্রু মেম্বার সহ ৪৯ জন যাত্রীকে নিয়ে ভেঙে পড়ল রুশ বিমান। রাশিয়ার পূর্বে আমুর প্রদেশের ব্লাগোভেসচেনস্ক শহর থেকে চীন সীমান্তবর্তী টিন্ডায় যাচ্ছিল বিমানটি। মাঝ আকাশে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জানা যায়, বিমানটি জঙ্গলে ভেঙে পড়েছে। কোনও যাত্রীই বেঁচে নেই। বিমানটি সাইবেরিয়ার আঙ্গারা এয়ারলাইন্সের মালিকানাধীন। এএন-২৪ বিমানটিতে মোট ৪৩ জন যাত্রী ছিল। তাদের মধ্যে পাঁচজন শিশু। সেইসঙ্গে ছ’জন বিমানকর্মী। বিমানটি রেডার থেকে হারিয়ে যাওয়ার পরই শুরু হয় তৎপরতা। হেলিকপ্টার নামিয়ে তল্লাশি অভিযান চালায় রুশ প্রশাসন। টিন্ডা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে একটি জঙ্গলের মধ্যে থেকে বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার হয়। গন্তব্যে পৌঁছানোর মাত্র কয়েক মিনিট আগে বিমানটি ধ্বংস হয়। প্রাথমিক তদন্তে বিমানটি ভেঙে পড়ার পিছনে খারাপ আবহাওয়া ও কম দৃশ্যমানতাকে দায়ী করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, পাহাড় ও জঙ্গল ঘেরা এলাকায় নেমে আসছে বিমানটি। জানা গিয়েছে, ১৯৭২ থেকে ১৯৭৬ সালের মধ্যে অ্যান্তোনভ-২৪টি তৈরি হয়েছিল। শুধু খারাপ আবহাওয়া নয়, বিমানটি দুর্ঘটনার পিছনে রক্ষণাবেক্ষণের অভাবকেও দায়ী করেছে সংবাদমাধ্যম। দুর্ঘটনার কারণ জানতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রাশিয়ার অসামরিক বিমান পরিবহণমন্ত্রক।


