ব্ল্যাক সীতে ন্যাটোর সামরিক মহড়া চলছে। এর মধ্যেই এস-৪০০ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। তারা ন্যাটোর এ মহড়া শুরুর আগেই তা বাতিলের আহ্বান জানিয়েছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও হুঁশিয়ার করে বলেছিল, মহড়া চললে তারা তাদের জাতীয় নিরাপত্তা সুরক্ষিত রাখতে প্রয়োজনে প্রতিক্রিয়া দেখাবে। মস্কোর আপত্তি উপেক্ষা করে সোমবার থেকে ‘সী ব্রিজ ২০২১’ নামে দু’সপ্তাহের এই মহড়া শুরু করেছে ৩০ দেশ। মহড়ায় অংশ নেওয়া দেশগুলোর ৫,০০০ সামরিক সদস্য অংশ নিচ্ছে। তাছাড়া, প্রায় ৩০টি যুদ্ধ জাহাজ এবং ৪০টি বিমানসহ ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী মার্কিন ইউএসএস রস এবং ইউএস মেরিন কোর অংশ নিচ্ছে মহড়ায়।