কলকাতা

বিধাননগরের মেয়র হিসেবে কৃষ্ণাতেই আস্থা, চেয়ারম্যান সব্যসাচী

বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান হলেন সব্যসাচী দত্ত। মেয়র হচ্ছেন কৃষ্ণা চক্রবর্তী। ডেপুটি মেয়র হলেন অনিতা মণ্ডল। সব্যসাচীর চেয়ারম্যান হওয়ার বিযয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ। গত বিধানসভা ভোটের আগে বিধাননগরের মেয়র পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন সব্যসাচী। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত থেকে বিজেপির পতাকা তুলে নিয়েছিলেন দলবদলু সব্যসাচী। তাঁর দাবি ছিল, দলে নাকি দমবন্ধ হয়ে আসছিল। বিধানসভা ভোটে বিজেপির বিপর্যয়ের পর আবার দলবদলুদের তৃণমূলে ফেরার হিড়িক পড়ে যায়। ফের পুরনো দলে নাম লেখান বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী। দল ছেড়ে বিজেপিতে চলে যাওয়ার জন্য তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ব্যক্তিগতভাবে দুঃখপ্রকাশও করেন। বিধাননগর পুরনিগমের ভোটে ফের দলবদল করা সব্যসাচীকে প্রার্থী করা হবে কি না, তা নিয়ে তৃণমূলের নানা জল্পনা চলছিল। তবে প্রার্থী নির্বাচন সংক্রান্ত দলীয় বৈঠকে মমতা জানিয়ে দেন, বিধাননগরে তাঁর প্রার্থী একজনই। তিনি হলেন সব্যসাচী। ভোটে জেতার পরই সব্যসাচী ছুটে যান কালীঘাটে নেত্রীর আশীর্বাদ নিতে। তাঁর সঙ্গে সাক্ষাৎ হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। দলের অন্দরে ফের প্রশ্ন ওঠে, তবে কি বিধাননগরের মেয়র হিসেবে সব্যসাচীকেই বেছে নেবেন নেত্রী? তা নিয়ে নানা জল্পনাও চলে। শুক্রবার দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে সমস্ত জল্পনার অবসান ঘটল। মেয়র নয়, সব্যসাচীকে বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান করা হল। বিধাননগরের মেয়র ছিলেন কৃষ্ণা চক্রবর্তী। এবারও মমতা তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ কৃষ্ণার উপরেই আস্থা রাখলেন। সব্যসাচী যখন মেয়র ছিলেন, তখন কৃষ্ণা ছিলেন পুরনিগমের চেয়ারপার্সন।