সোমবার প্রকাশ্যে এলো ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির ট্রেলার। ছবির মুক্তিতে আর দু-সপ্তাহও বাকি নেই, ছবির ট্রেলার দেখতে অধীর আগ্রহে প্রহর গুণছিলেন ভাইজান ভক্তরা। অবশেষে সেই আশা পূরণ হল। ছবির ট্রেলার জুড়ে একদম সলমনোচিত স্টাইলেই দেখা মিলল ভাইজানের। বলিউড মশালা ফিল্মের সব উপাদান মজুত রয়েছে এই ছবিতে। রোম্যান্স আর ভায়োলেন্স এই দুইয়ের মিশেলেই তৈরি পরিচালক ফারহাদ সামজির ‘কিসি কা ভাই, কিসি কা জান’। ছবিতে হাঁটুর বয়সী পূজা হেগড়ের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে সলমন খানকে। দুজনের অফস্ক্রিন কেমিস্ট্রিও এখন জোর চর্চায়। ছবির ট্রেলারের শুরুতেই সলমনের ঘোষণা, ‘আমার কোনও নাম নেই, লোকে আমাকে ভাইজান বলে’। যদিও মনের মানুষকে ‘ভাইজান’ সম্বোধন করতে আপত্তি পূজার। ধীরে ধীরে সলমনও তাঁকে নিজের ‘জান’ বানিয়ে ফেলেন।৩ মিনিট ২৫ সেকেন্ডের ট্রেলার সলমনের দাবাং রূপ দেখল ভক্তরা। যখন এক ঘুষিতেই বাড়ির দেওয়াল ভাঙছেন, আবার কখনও এক লাথিতে উড়িয়ে দিচ্ছেন গুণ্ডাদের। চলন্ত ট্রেনে ধুন্ধুমার অ্য়াকশন সিকুয়েন্স দেখে আপনার ‘ওয়ান্টেড’ ছবির কথা মনে পড়তে পারে, আবার শার্টলেস সলমন যখন শক্রুর হাড় ভাঙবে সেই দৃশ্য আপনাকে দাবাং-এর কথা মনে করাবে। এই ছবিতে মূলত দুটো লুকে ধরা দিয়েছেন সলমন। প্রথমটিতে কাঁধ লম্বা চুল আর দাড়িতে, দ্বিতীয়টা ছোট করে ছাঁটা চুল আর ক্লিন সেভে। সলমন ছাড়াও এই ছবিতে রয়েছেন ভেঙ্কটেশ দগ্গুবাতি, শেহনাজ গিল, রাঘব জুয়েল, জাগাপতি বাবু, পলক তিওয়ারিরা। দুর্ভাগ্যবশত ছবির ট্রেলারে নামমাত্র উপস্থিতি দেখা মিলল শেহনাজের। সুপাহিট তামিল ছবি ‘বীরম’-এর অনুপ্রেরণায় তৈরি সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ (Kisi Ka Bhai Kisi Ki Jaan)। এই ছবিতে শুধু অভিনেতা নন, প্রযোজকের ভূমিতেও রয়েছেন সলমন। আগে এই ছবির নাম ছিল ‘কভি ইদ, কভি দিওয়ালি’। পরে নাম পালটে দেন সলমন। আপতত অপেক্ষা ইদের। ব্লকবাস্টার হিট ‘পাঠান’-এ স্বল্প উপস্থিতিতেই দাগ কেটেছেন সলমন। ইদের বক্স অফিসে বরাবরই নিজের দখলে রাখেন ভাইজান। মাঝে কয়েক বছর করোনার জেরে সেই ট্রেন্ড ধরে রাখতে পারেননি, তবে ফের একবার পুরোনো ফর্মুলাকে কাজে লাগিয়েই ব্লক বাস্টার ছবি উপহার দিতে প্রস্তুত তারকা।