আগামী ১৩ মে বাংলায় আসছেন সুপারস্টার সলমন খান। তাঁকে স্বাগত জানানোর লক্ষ্যে গোটা তিলোত্তমা প্রস্তুত। প্রায় ১৪ বছর পর কলকাতায় আসছেন অভিনেতা, সুতরাং ভাইজানের আগমনে গোটা কলকাতা হয়ে উঠবে আলোকিত। তাঁর সঙ্গে থাকবে কড়া নিরাপত্তাও। গত বছর থেকেই বারবার মৃত্যু হুমকি সলমনের গা ঘেঁষে বেরিয়ে যাচ্ছে। সেই নিয়ে কড়া সতর্কতা জারি রেখেছে মুম্বই পুলিশ। কলকাতাতেও কড়া পুলিশি নিরাপত্তার মধ্যেই থাকবেন সলমন। অবশেষে দীর্ঘ ১৩ বছর পর ‘ভাইজান’ কলকাতায় আসছেন, ইষ্টবেঙ্গল কর্তারা তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন। তাঁর সফর ঘিরে যে ভক্তদের মধ্যে আলাদা উত্তেজনা থাকবে সেটাই স্বাভাবিক। আগামী ১৩ মে অর্থাৎ শনিবার সলমন কলকাতায় পৌঁছবেন। কলকাতায় এসেই প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবেন সলমন। রাতে সলমনের অনুষ্ঠানে যোগ দেবেন বহু বলিউড তারকা। সূত্রের খবর, শনিবার বিকেল ৩টে নাগাদ কালীঘাটে যাবেন সলমন। জানা গিয়েছে, উত্তরীয় পরিয়ে তাঁকে বরণ করা হবে মুখ্যমন্ত্রীর তরফে। উপহার দেওয়া হবে বাংলার বিখ্যাত মিষ্টি দই ও রসগোল্লা। সলমন ঘনিষ্ঠ সূত্রে খবর, বলি তারকা দীর্ঘ বছর ধরেই শুনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। তাঁর সঙ্গে দেখা করার দীর্ঘ দিনের ইচ্ছে ছিল ভাইজানের। সেই ইচ্ছা প্রকাশ করেই দেখা করতে চেয়েছিলেন তিনি। অবশেষে পূরণ হতে চলেছে সলমনের ইচ্ছে। বিশেষ সূত্রে খবর, তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর কাছে আসতে পারেন সোনাক্ষী সিনহাও।