কলকাতা

বকেয়া ডিএ-র দাবিতে ফের লাগাতার ধর্মঘটের হুমকি সংগ্রামী যৌথ মঞ্চের

 ২৯ জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের হুমকি দিল রাজ্য সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ। স্কুল এবং অন্য সরকারি দফতরে চাকরির দাবিতে আন্দোলনকারীদেরও ওই ধর্মঘটে শামিল হওয়ার আবেদন জানাল মঞ্চ। ১৯ জানুয়ারি সংগ্রামী যৌথ মঞ্চ ১৯ জানুয়ারি কলকাতা শহরে মহামিছিলের ডাক দিয়েছে। শিয়ালদহ এবং হাজরা মোড় থেকে দুটি মিছিল ধর্মতলায় আসবে। মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, ওইদিন তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ডিএ এবং অন্যান্য দাবির কথা জানাবেন। তিনি দেখা করতে রাজি না হলে ২৯ তারিখ থেকে লাগাতার ধর্মঘট চলবে সরকারি কর্মীদের। কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের হারে ডিএ, অবিলম্বে সমস্ত সরকারি শূন্য পদে কর্মী নিয়োগ-সহ একাধিক দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ এক বছরেরও বেশি সময় ধরে আন্দোলন করে চলেছে। তারা প্রতীকী ধর্মঘট করেছে। সরকার বেতন কাটার হুমকিও দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সরকার বেতন কাটার পথে হাঁটেনি। মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেও বলেছেন, ডিএ সরকারি কর্মীদের অধিকারের মধ্যে পড়ে না। বিষয়টি ঐচ্ছিক। সম্প্রতি মুখ্যমন্ত্রী আরও ৪ শতাংশ ডিএ দেওয়া হবে বলে ঘোষণা করেছেন। তবে তাতেও আন্দোলনরত সরকারি কর্মীরা খুশি নন। তাঁদের বক্তব্য, আমরা মুখ্যমন্ত্রীর কাছ থেকে ভিক্ষা চাই না। সোমবার মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। ১৯ তারিখে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের দাবিদাওয়া নিয়ে দেখা করতে চাই। তিনি দেখা না করলে ২৯ জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের পথে যাব। বিভিন্ন সামাজিক সংগঠন, চাকরিপ্রার্থী, ছাত্র সংগঠনগুলি আমাদের আন্দোলনে শামিল হতে পারে। সব মিলিয়ে আমাদের আন্দোলনের পরিসর বাড়তে চলেছে।