জেলা

সারদাশ্রী, নারদাশ্রী, কাটমানিশ্রী খুলবেন এবার, রাজ্য সরকারকে কটাক্ষ ভারতীর

কেন্দ্রীয় সরকার এই কৃষি বিল এর মাধ্যমে হিত করতে চেয়েছেন। এই কৃষি বিল এর মাধ্যমে কৃষকরা তাদের মিনিমাম সাপোর্ট প্রাইসে ফসল বিক্রি করতে পারবেন। কৃষকরা তাদের ফসল যেখানে খুশি বিক্রি করতে পারবেন। বিদেশেও বিক্রি করতে পারবেন। তাতে কৃষকদের আয় বাড়বে। তাহলে কৃষকরা গরীব না থাকলে তৃণমূল কাদের নিয়ে রাজনীতি করবে? এই কথা বললেন বিজেপি সহ-সভাপতি ভারতী ঘোষ। তিনি আরো বলেন প্রশান্ত কিশোর কে কোথা থেকে টাকা দিচ্ছেন? এই যে হাজার ছেলে নামিয়ে তাদের আইপ্যাক কাজ করছে তাদের তো টাকা দিতে হচ্ছে। ক্লাবে টাকা দিচ্ছেন, প্রশান্ত কিশোর কে টাকা দিচ্ছেন, আর বলছেন টাকা নেই। শিক্ষকদের বেতন দিচ্ছেন না, সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হচ্ছেনা, আদালত বললেও তারপরে দেওয়া হচ্ছে না, কোভিড পরিস্থিতিতে প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্য টাকা খরচ করা হচ্ছে না, রাজ্য সরকার এগুলো করতে চায়না। এর পরেই রাজ্য সরকারের উদ্দেশ্যে আক্রমণ করে ভারতী বলেন ওনার শ্রী খোলার অভ্যাস রয়েছে। এবার সারদাশ্রী, নারদাশ্রী, কাটমানিশ্রী এই সমস্ত খুলবেন। এদিন কৃষক সুরক্ষার পদযাত্রায় উপস্থিত হয়ে এই কথা বললেন ভারতী ঘোষ।