এক স্ক্রিনে এবার আসতে চলেছে টলিউডের শক্তিশালী ত্রয়ীর অনস্ক্রিন রসায়ন। পরিচালক রঞ্জন ঘোষের নতুন ছবি ‘মহিষাসুরমর্দিনী’তে দেখা যাবে টলিউডের তিন তারকা ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায় এবং পরমব্রত চট্টোপাধ্যায়কে। পরিচালক রঞ্জন ঘোষ জানান, সোশিও পলিটিক্যাল ড্রামা হলেও ‘মহিষাসুরমর্দিনী’র কাহিনি ভিন্ন। প্রতি মুহূর্তে নারীরা অত্যাচারিত হচ্ছেন। যে মানুষ মাটির প্রতিমাকে পুজো করে, সেই আবার নারীর লাঞ্ছনার কারণ হয়। সমাজের এই অন্ধকার দিকের কাহিনিই তুলে ধরা হয়েছে চিত্রনাট্যে। তাতে থাকছে সাম্প্রতিক রাজনৈতিক পরিবেশের ছোঁয়া এবং সম্পর্কের জটিল কিছু দিক। তাতে বাস্তবের অনুপ্রেরণাও থাকবে বলে খবর। জানা গিয়েছে, ছবির কাহিনি আবর্তিত হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তর চরিত্রকে কেন্দ্র করে। রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই চুঁচুড়ার শুটিং লোকেশনে পৌঁছে গিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। খুব শিগগিরি ঋতুপর্ণা ও শাশ্বতও শুটিংয়ে যোগ দেবেন বলে খবর। ঋতুপর্ণা, শাশ্বত, পরমব্রত ছাড়াও ছবিতে অভিনয় করছেন সাহেব ভট্টাচার্য, কৌশিক কর, পৌলমী দাস, অভ্যুদয় দে, আরিয়ুন ঘোষ, পূর্বাশা মাল, শ্রীতমা দে, শুভ্রশঙ্খ দাস, অরুণিমা হালদার।