সতীশ ধুন্ধকে গোয়া থেকে নিয়ে আসা হল পশ্চিমবঙ্গে। সতীশ ধুন্ধ বিজেপির যুগ্ম সাধারণ সম্পাদক(সংগঠন) পদে এ রাজ্যের দায়িত্ব নিচ্ছেন। লোকসভা ভোটের আগে বিজেপির এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। অমিতাভ চক্রবর্তী বর্তমানে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক(সংগঠন) পদে রয়েছেন। গত বিধানসভা ভোটের আগে থেকেই রাজ্য বিজেপির অনেক নেতা অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে বিস্তর অভিযোগ করেছিলেন। বিধানসভা ভোটে ভরাডুবির পর অমিতাভ বিরুদ্ধে দলের অন্দরে আক্রমণ আরও তীব্র হয়ে ওঠে। তথাগত রায়, জয়প্রকাশ মজুমদার রীতেশ তিওয়ারির মতো একাধিক নেতা প্রকাশ্যেই অমিতাভর বিরুদ্ধে তোপ দাগেন। ভোটে ভরাডুবির দায়ও অনেকটাই চাপানো হয় তাঁর উপর। পরিণামে জয়প্রকাশকেই বহিষ্কৃত হতে হয়। আবার দলের একাধিক বিক্ষুব্ধ নেতা অমিতাভর বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে দিল্লিতে চিঠিও লেখেন। বিজেপির অন্দরের খবর, দলের সংগঠনকে আরও চাঙ্গা করার লক্ষ্যেই সংঘের কট্টর লোক হিসেবে সতীশকে পশ্চিমবঙ্গের দায়িত্বে নিয়ে এল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ২০২৪ সালের লোকসভা ভোটের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। তারই প্রাথমিক পদক্ষেপ হল সতীশকে এ রাজ্যে নিয়ে আসা।