দেশ

কৃষকদের প্রতিবাদ বৈধ, ‘কৃষি আইন আপাতত স্থগিত রাখা যায় নাকি দেখুন’, কেন্দ্রকে পরামর্শ সুপ্রিম কোর্টের

দিল্লি সীমান্তে কৃষকদের প্রতিবাদ যা ২৩তম দিনে পড়ল তা চলতে পারে এবং জাতীয় রাজধানীকে অবরুদ্ধ করা যেতে পারে না। এই ইস্যুতে একাধিক একগুচ্ছ আর্জির শুনানিতে বৃহস্পতিবার বলল সুপ্রিম কোর্ট।  আদালত জানালো তারা এই বিষয়টি তারা ভ্যাকেশান বেঞ্চে রেফার করবে এবং পরামর্শ দিল সরকারে যাতে আইন কার্ষকরী করতে কোনও পদক্ষেপ না করে, যতদিন না আদালত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। কৃষকদের আন্দোলনের অধিকার আছে। কৃষি আইন নিয়ে সমস্যা না মেটা পর্যন্ত আন্দোলন চলতে পারে। তবে দ্রুত সমস্যা মেটাতে কমিটি গঠনের সুপারিশ করলেন প্রধান বিচারপতি এস এ বোবদে। আপাতত এই বিতর্কিত আইন স্থগিত রাখা যায় কি না তাও কেন্দ্রকে ভেবে দেখার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট ।