দেশ

ইডি ডিরেক্টর সঞ্জয় কুমার মিশ্রের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত বহাল রাখল সুপ্রিমকোর্ট

ইডি ডিরেক্টর হিসেবে সঞ্জয় কুমার মিশ্রের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত বহাল রাখল সুপ্রিম কোর্ট। তবে, বর্তমান পদে তাঁর চাকরির মেয়াদ ফের বৃদ্ধি করার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হল। ২০১৮ সালে মিশ্রকে ইডির অধিকর্তা হিসেবে নিয়োগের পর তাঁর মেয়াদ বৃদ্ধির কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে মামলা করা হয়েছিল। বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের নেতৃত্বাধীন বেঞ্চ বুধবার সেই আবেদন খারিজ করে দিয়েছে। তবে বিচারপতিরা জানিয়েছেন, শুধুমাত্র বিরল এবং ব্যতিক্রমী ক্ষেত্রেই এই ধরনের মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে। তদন্তের স্বার্থে ইডির অধিকর্তা হিসেবে সঞ্জয় কুমার মিশ্রের চাকরির মেয়াদ ইতিমধ্যেই যথেষ্ট বাড়ানো হয়েছে। কিন্তু, আর তাঁর কাজের মেয়াদ বাড়ানো চলবে না। প্রসঙ্গত, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের অফিসার মিশ্রকে ২০১৮ সালের ১৯ নভেম্বর দু’বছরের জন্য ইডির অধিকর্তা পদে নিয়োগ করা হয়।