কলকাতাঃ ফের কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ সন্ধ্যার মুখে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস, হাওয়ার গতিবেগ হতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার। গত কয়েক দিনই সন্ধ্যার মুখে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছে কলকাতায়। শুধু কলকাতা বা দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের কিছু জেলাতেও হচ্ছে বৃষ্টি। এ দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, দক্ষিণ দিনাজপুর, মালদহ-সহ বিভিন্ন জেলায়।


