দেশ

এসসিও সম্মেলনে পাকিস্তানি মন্ত্রীর সামনেই সন্ত্রাস নিয়ে হুঁশিয়ারি ভারতের বিদেশমন্ত্রীর

গোয়ায় শুরু হয়েছেএসসিও সম্মেলনে। চিন ও পাকিস্তানসহ আটটি দেশ এই বৈঠকে উপস্থিত রয়েছে। বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর সন্ত্রাসের বিষয়ে বক্তব্য রেখেছেন। জয়শঙ্কর আরও বলেন, সন্ত্রাস যেকোনও উপায়ে বন্ধ করতে হবে। এই সময়ে করোনার পাশপাশি সন্ত্রাস একটা বড় ব্যাপার। সীমান্ত সন্ত্রাস একটি বড় সমস্যা। একে যেকোনও পদ্ধতিতে বন্ধ করা উচিত। আফগানিস্তানে মানবিক সহায়তা প্রদানের পাশাপাশি সন্ত্রাস ও মাদক ব্যবসা বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, সন্ত্রাসবাদ ও সীমান্ত সন্ত্রাসের কোনও যৌক্তিকতা থাকতে পারে না। সন্ত্রাসবাদ মোকাবিলা এসসিও-এর অন্যতম প্রধান কাজ।