কলকাতা

দশমীর রাতে শিয়ালদা ফ্লাইওভারে বাসের ধাক্কায় মৃত্যু ৩

দশমীর রাতে শিয়ালদা ফ্লাইওভারে বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু ৩ যুবক-যুবতীর। দশমীর রাতে বিদ্যাপতি সেতুর উপর ৬ পথচারীকে ধাক্কা মারে বেপরোয়া বেসরকারি বাস। তার মধ্যে ৩ জনের মৃত্যু হয়। এই ঘটনায় ঘাতক বাসের চালক ও কন্ডাকটরকে গ্রেফতার করেছে মুচিপাড়া থানার পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, বিদ্যাপতি সেতু ধরে এনআরএস থেকে রাজাবাজারের দিকে যাচ্ছিল যুবক-যুবতীদের ৬ জনের দলটি। সেইসময় এনআরএস-এর দিক থেকে আসা ৪৬ নম্বর রুটের বাসটি প্রথম সিগন্যালে একজন যাত্রীকে তোলে। তারপরই নিয়ন্ত্রণ হারায় সেটি। নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যাপতির সেতুর রেলিংয়ে ধাক্কা মারে। ধাক্কা মেরে রেলিংয়ে ঘষা খেতে খেতে এগোতে থাকে। সেইসময় রেলিং পাশ দিয়ে হাঁটছিল ওই ৬ জন যুবক-যুবতী। তাদেরও ধাক্কা মারে বাস। বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৮ বছরের অদিতি গুপ্তার। পরে হাসপাতালে মৃত্যু হয় রাহুল কুমার প্রসাদ (৩০) ও নন্দিনী কুমারীর (১৮)।