দেশ

উৎসবের মরশুমে ৩গুন দাম বাড়ল দিল্লি ডিভিশনের প্ল্যাটফর্ম টিকিটের

প্ল্যাটফর্ম টিকিটের দাম তিনগুন বৃদ্ধি করল ভারতীয় রেল ৷ আগে যে টিকিট ১০টাকায় পাওয়া যেত ৷ এবার তা কিনতে হবে ৩০ টাকায় ৷ তবে এই নির্দেশ শুধুমাত্র দিল্লি ডিভিশনের জন্য ৷ সেখানকার ডিআরএম উৎসবের মরশুমে ভিড় দেখে এই সিদ্ধান্ত নিয়েছেন ৷ রেলের ওই ডিভিশন থেকে জানা গিয়েছে যে নয়াদিল্লি, পুরনো দিল্লি, আনন্দ বিহার টার্মিনাল, হজরত নিজামুদ্দিন, দিল্লি সরায় রোহিল্লা এবং গাজিয়াবাদ স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম তিনগুন বৃদ্ধি করা হয়েছে ৷ ফলে উৎসবের মরশুমে এখন যাঁরা দিল্লি থেকে বাড়ি ফিরছেন, তাঁদের ট্রেনে ছাড়তে আসা অন্য সদস্যদের বেশি টাকা খরচ করেই প্ল্যাটফর্মে যেতে হবে ৷ দীপাবলি, ছট-সহ একাধিক পুজোর জন্য দিল্লিতে বসবাসকারী অনেকেই বাড়ির পথ ধরেন ৷ দিল্লি থেকে বিহারের ট্রেন ধরার ভিড় বেশি থাকে ৷ চলতি মাসের মধ্যেই বেশিরভাগ মানুষ দিল্লি থেকে বাড়িতে উৎসবে যোগ দিতে ফিরবেন ৷ তাই দিল্লির ডিআরএম আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বর্ধিত ভাড়া নেওয়ার কথা বলেছেন ৷ আগামী 1 নভেম্বর থেকে আবার ১০ টাকাতেই প্ল্যাটফর্ম টিকিট কিনতে পারবেন যাত্রীরা ৷