দেশ ভাইরাল

ত্রিপুরার উন্নয়নে এবার শিয়ালদহ উড়ালপুলের ছবি

যোগী সরকারের পর এবার ওই একই পথে হাঁটল ত্রিপুরার বিপ্লব সরকারও।  বিজ্ঞাপন করে ত্রিপুরার উন্নয়ন দেখাতে গিয়ে ব্যবহার করল সেই কলকাতারই ছবি। যোগী সরকারের মা উড়ালপুলের পর বিপ্লব সরকারের ‘হাতিয়ার’ শিয়ালদহ উড়ালপুল। সরকারি টুইটার হ্যান্ডেলের প্রকাশিত এই বিজ্ঞাপনটির দিকে নজর দিলেই দেখতে পাওয়া যাচ্ছে নীল রংয়ের বাস, হলুদ ট্যাক্সি। এমনকী  বাস ও গাড়ির মাঝখান দিয়ে নজরে যাবে ট্রাম লাইনেও৷ বিজ্ঞাপনটি প্রকাশিত হতেই সরব হল তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় বিপ্লব দেবের সরকারের তুলধোনা করল জোড়াফুল শিবির। যদিও বিষয়টি জানাজানি হতেই তড়িঘড়ি টুইটটি মুছে ফেলল ত্রিপুরা প্রশাসন। কিন্তু ততক্ষণে যা হওয়ার তাই হয়েছে। ভাইরাল হয়ে গিয়েছে বিজ্ঞাপনটি।