অবশেষে ঘরে ফিরছেন কৃষকেরা ৷ কেন্দ্রীয় সরকার তাদের দাবিদাওয়া মেনে নেওয়ায় দিল্লি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল কৃষক সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা বা এসকেএম ৷ আজ ১১ ডিসেম্বর, সেই দিন ৷ প্রায় এক বছরেরও বেশি সময় ধরে কেন্দ্রের 3টি বিতর্কিত কৃষি আইনের বিরোধিতায় দিল্লির সীমানায় শীত-গ্রীষ্ম-বর্ষা লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে গিয়েছেন ৷ এক শীতে শুরু হয়েছিল, আরেক শীতে বাড়ি যাচ্ছেন তাঁরা ৷ দিল্লির সিংঘু-টিকরি-গাজিয়াবাদে আজ ‘বিজয় মিছিল’ বের হবে ৷ অস্থায়ী ঘর খোলার কাজ শুরু হয়েছে, চলতে শুরু করেছে ট্র্যাক্টরের চাকা ৷