দেশ

মুম্বই ও কলকাতার একাধিক জায়গায় ইডি-র তল্লাশি

 বুধবার সকাল থেকে তৎপর ইডি। মুম্বই ও কলকাতায় এদিন সকাল থেকেই চলছে তল্লাশি অভিয়ান। ৭৮ বেন্টিং স্ট্রিটের একটি অফিসে ইডি হানা দেয়। এই তল্লাশি অভিযানে ইডির তিন আধিকারিকের সঙ্গে রয়েছেন দুজন ব্যাঙ্কের আধিকারিকও। একটি শেল কোম্পানিতে হানা দেন তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, মুম্বইয়ের একাধিক জায়গায় এই তল্লাশি চলছে। জানা গিয়েছে, একিটি চিনিকল মিলের দুর্নীতির করাণে এই তল্লাশি অভিযান। এই দুর্নীতিতে নাম জড়িয়েছে মহারাষ্ট্রের এক প্রাক্তন মন্ত্রীর।