দেশ

দেশের প্রথম মহিলা হিসেবে সেবির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন মাধবী পুরী বিচ

দেশের প্রথম মহিলা হিসেবে বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন মাধবী পুরী বিচ। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি মাধবীর নাম অনুমোদন করে। বিগত দিনে সেবির (সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া) আজীবন সদস্য হিসেবে কাজ করেছেন ৫৫ বছরের মাধবী। সেন্ট স্টিফেন্স কলেজ থেকে স্নাতক হওয়ার পর মাধবী আমেদাবাদের ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট থেকে এমবিএ করেন। তিন দশকের বেশি সময় ধরে তিনি অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। একাধিক সংস্থার গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন। এর আগে ওই পদের দায়িত্বে ছিলেন অজয় ত্যাগী। সম্প্রতি তাঁর কাজের মেয়াদ শেষ হয়েছে। ২০১৭ সালে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। তিন বছরের জন্য নিয়োগ করা হলেও পরে তাঁর কার্যকালের মেয়াদ বৃদ্ধি করা হয়। তাঁর জায়গায় দায়িত্বে এলেন মাধবী। তাঁর কার্যকালের মেয়াদও তিন বছর।