সাংসদের অনুমোদনে ‘ভিজিটর্স পাস’ নিয়ে সংসদ ভবনে প্রবেশ করার রীতি রয়েছে। বুধবারের হামলার পর ‘ভিজিটর্স পাস’ বন্ধ করে দেওয়া হয়েছে সংসদে। পরবর্তী নির্দেশ আসা অবধি কার্যকর থাকবে সিদ্ধান্ত। নতুন করে ঢেলে সাজানো হবে নিরাপত্তা ব্যবস্থা। তার মধ্যে রয়েছে- সাংসদ, স্টাফ ও প্রেসের জন্য পৃথক প্রবেশপথ। ভিজিটরদের যখন আবার নতুন করে প্রবেশাধিকার দেওয়া হবে, তখন তাঁদের চতুর্থ একটি গেট দিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে। ভিজিটরদের পাস দেওয়া সাসপেন্ড করা হয়েছে।