নির্মীয়মাণ রেলসেতু ভেঙে পড়ে অন্ততপক্ষে ১৭ জনের মৃত্যু ঘটেছে মিজোরামে। সাইটে তখন কমপক্ষে ৪০ জন নির্মাণকর্মী কাজ করছিলেন। মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা একটি ট্যুইটে ঘটনায় শোক প্রকাশ করেছেন। মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা ট্যুইটে শোক প্রকাশ করে লিখেছেন- অত্যন্ত দুঃখিত, মর্মাহত। শোকার্ত পরিবারগুলিকে আমি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। যাঁরা সেদিন ওখানে উদ্ধারকার্যে সামিল হয়ে দুর্ঘটনাগ্রস্তদের পাশে দাঁড়িয়েছিলেন তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রী মোদি এখন ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায়। তিনিও মিজোরামের ঘটনায় দুঃখপ্রকাশ করেন। মোদী বলেন, সেতু-দুর্ঘটনায় আমি খুবই ব্যথিত।
