দেশ

চাকা পিছলে গভীর খাদে গাড়ি পড়ে মৃত ৩ সেনা, আহত ২

রাস্তায় পিছলে গিয়ে গভীর খাদে পড়ে গেল সেনার গাড়ি ৷ শনিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার উলার ভিউপয়েন্ট নামক জায়গায় ৷ পথ দুর্ঘটনায় প্রথমে ২ জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছিল ৷ পরে আরও একজনের মৃত্যু হয় ৷ আহত ২ জন ৷ গাড়িতে ঠিক কতজন ছিলেন সেটা এখনও সঠিক জানা যায়নি। ভারতীয় সেনার চিনার কোর-এর তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, “৪ জানুয়ারি কর্তব্যরত অবস্থায় বান্দিপোরা জেলায় ভারতীয় সেনার একটি গাড়ি পিছলে একটি খাদে পড়ে যায় ৷ প্রতিকূল আবহাওয়া এবং খারাপ দৃশ্যমানতার জন্য এই দুর্ঘটনা ঘটেছে ৷ স্থানীয় কাশ্মীরিরা সঙ্গে সঙ্গে আহত সেনাদের উদ্ধার করে ৷ তাঁদের সাহায্যে ওই আহত সেনাদের হাসপাতালে পাঠানো হয় ৷ আমরা ওই কাশ্মীরিদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাই ৷ দুর্ভাগ্যজনক যে, এই দুর্ঘটনায় তিনজন সাহসী সেনার মৃত্যু হয়েছে ৷ তাঁদের পরিবারের প্রতি ভারতীয় সেনার আন্তরিক সমবেদনা রইল ৷” বান্দিপোরা জেলা হাসপাতালের সুপার ডাঃ মাসারাত ইকবাল ওয়ানি বলেন, “জখম অবস্থায় ৫ জনকে এখানে নিয়ে আসা হয়েছিল ৷ তার মধ্যে ২ জনের মৃত্যু হয়েছিল আগেই ৷ বাকি ৩ জনের শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক ৷ তাঁদের শ্রীনগরে পাঠানো হয়েছে ৷”