দেশ

লখনউয়ের দিলকুশায় সেনা ছাউনির দেওয়াল ভেঙে মৃত ৯, আহত বহু

 লখনউয়ের দিলকুশায় সেনা ছাউনির দেওয়াল ভেঙে মৃত ৯। আহত বহু। উদ্ধার কার্য শুরু করতে এনডিআরএফকে ডেকে পাঠানো হয়েছে ৷ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ৷ সরকারি আধিকারিকদের যথাযথ পদক্ষেপ করতে এবং ধ্বংসস্তূপের নীচ থেকে আটকে থাকা মানুষদের দ্রুত বের করে আনার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী ৷ জানা গিয়েছে, একজনকে বের করে আনা গিয়েছে ৷ আধিকারিক বলেন, “বেশ কয়েকজন শ্রমিক দিলকুশা এলাকার সামরিক ছাউনির বাইরে কতগুলি ঝুপড়িতে থাকতেন ৷ সারারাত ধরে ভারী বৃষ্টিতে ছাউনির দেওয়ালটি ভেঙে পড়ে ৷” পুলিশের যুগ্ন কমিশনার (আইন ও শৃঙ্খলা) বলেন, “রাত ৩টে নাগাদ আমরা ঘটনাস্থলে পৌঁছই ৷ ধ্বংসস্তূপের নীচে থেকে ন’জনের দেহ বের করে আনা হয় ৷ একজনকে জীবন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৷”