বিদেশ

ক্যালিফোর্নিয়ায় কারখানার ছাদে ভেঙে পড়ল বিমান, মৃত ২, আহত ১৮ 

উড়ানের কয়েক মিনিটের মধ্যেই বিপত্তি ! বিমানটি কারখানাতে ভেঙে পড়ে ৷ যার জেরে কেঁপে ওঠে পুরো এলাকা ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্ততপক্ষে ২ জনের ৷ পাশাপাশি আহত হয়েছেন 18 জন ৷ জানা গিয়েছে, ওই বিমানটি ফুলারটন শহরে যখন ভেঙে পড়ে তাতে ২০০ জন যাত্রী ছিলেন ৷ আহতদের তড়িঘড়ি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় পুলিশ ৷ ফুলারটন পুলিশের মুখপাত্র ক্রিস্টি ওয়েলস জানান, মৃত ও আহতরা সকলেই যাত্রী নাকি তাঁরা ওই কারখানাটিতেই ছিলেন তা এখনও জানা যায়নি ৷ ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট FlightAware-এর মতে, বৃহস্পতিবার ডিজনিল্যান্ড থেকে মাত্র ছয় মাইল দূরে অবস্থিত অরেঞ্জ কাউন্টির ফুলারটন মিউনিসিপ্যাল ​​বিমানবন্দর থেকে উড়ানের ২ মিনিটেরও কম সময়ের মধ্যে বিমানটি ভেঙে পড়ে। কারখানার ছাদের উপর বিমানটি ভেঙে পড়তেই আগুন ধরে যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী ৷