নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই বাস পড়ল পুকুরে ৷ আহত হয়েছেন প্রায় ৪৫ জন যাত্রী ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া থানার চকদীপা হাই স্কুল সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় , বালুঘাটা থেকে কুকড়াহাটি একটি যাত্রী বোঝাই বাস যাচ্ছিল । হঠাৎ চকদিপার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পুকুরে পড়ে যায় । বাসে প্রায় ৪৭ জনেরও বেশী যাত্রী ছিলেন । এর মধ্যে ৫ থেকে ৬ জন মহিলা ও চার জন শিশু রয়েছে বলে খবর । প্রায় সবাই কমবেশি আহত বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে ৷ স্থানীয়দের তৎপরতায় তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে । ক্রেন এনে উদ্ধারের কাজ শুরু হয়েছে ।