দিল্লি ঢেকেছে ঘন কুয়াশার চাদরে। দেশের রাজধানী শহর যেন কুয়াশার রাজধানীও হয়ে গিয়েছে। দিল্লির ইন্ডিয়া গেট থেকে রেল স্টেশন, বিমানবন্দর, সব জায়গাতেই শুধু কুয়াশা আর কুয়াশা। ঘন কুয়াশায় দিল্লির স্বাভাবিক জনজীবন ব্য়াহত। কিন্তু ট্রেন, বিমানে তো রবিবারের চাপ বেশী থাকে। ঘন কুয়াশায় দৃশ্যমান্যতা অনেটা কমে যাওয়ায় দেশের রাজধানী শহরে একের পর এক ট্রেন, বিমান বাতিল হচ্ছে। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে দেরিতে এসে পৌঁছয় ১৫টি বিমান। একটি বিমানকে দিল্লির বদলে জয়পুরে অবতরণ করানো হয়। এছাড়াও কুয়াশার কারণে ২ থেকে ৪ ঘণ্টা দেরিতে চলছে প্রায় ২৯টি ট্রেন। বিমানবন্দর, রেলস্টেশনে ভিড় বাড়ছে, ভোগান্তি তুঙ্গে উঠছে।