জেলা

ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত বাংলার পাশে শাহরুখ, সব রকম সাহায্যের আশ্বাস

ঘূর্ণিঝড় আমফানের দাপতে ব্যপক ক্ষয় ক্ষতি হয়েছে। মৃত্যু হয়েছে ৮০ জন মানুষের। কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ রাজ্যের একাধিক জেলাতে মারণ তাণ্ডব চালিয়েছে আমফান। জেলাগুলি প্রায় বিধ্বস্ত। বাংলার এই দুর্দিনে পাশে থাকার ও সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিলেন বলিউড কিং খান। শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স  এই পরিস্থিতিতে সবরকমভাবে বঙ্গবাসীর পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে। বুধবার কেকেআরের সরকারি টুইটার হ্যান্ডেলে আমফানের দাপটের ছবি পোস্ট করে বলা হয়, “এই ঝড় শীঘ্রই থেমে যাবে। আমরা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু আরও কঠিন এবং শক্তিশালী হয়ে ফিরে আসব।” পাশাপাশি কেকেআরের সিইও বেঙ্কি মাইশো এক টুইট বার্তায় জানান, ‘পশ্চিমবঙ্গ এবং ওড়িশার বন্ধুদের ফোন করে জানতে পেরেছি যে পরিস্থিতি ভয়ঙ্কর। আমফানে বিপর্যস্ত দুই রাজ্যের পাশে দাঁড়িয়ে সবরকম সাহায্য করতে আমরা প্রস্তুত।’