বিনোদন

ভ্যালেন্টাইন্স ডে-তে ভক্তদের জন্য সারপ্রাইজ নিয়ে হাজির শাহরুখ

প্রেমদিবসে ভক্তদের জন্য উপহার নিয়ে হাজির রোম্যান্স কিং শাহরুখ খান। কিং খান এই খবর নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-তে শাহরুখ খান সোশ্যাল মিডিয়ায় এসে স্পষ্ট জানিয়ে দিলেন, এই দিন সকলের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করতে চলেছে। আর তা মুক্তি পাবে নেটফ্লিক্সে। কিন্তু শাহরুখ খান ঠিক কী উপহার দিতে চলেছেন, তা এখনও পর্যন্ত স্পষ্ট জানা যায়নি। তবে অনেকেরই অনুমান নির্দিষ্ট সময়ের আগেই ডানকি মুক্তি পেতে চলেছে ওটিটিতে। সাধারণত, ওটিটিতে ছবি মুক্তির ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম হল, ছবি প্রেক্ষাগৃহে মুক্তির ২ মাস অর্থাৎ ৬০ দিনের মাথায়, তা মুক্তি পেতে পারে ওটিটিতে। তবে শেষমেশ কি উপহার বলিউড বাদশাহ দিতে চলেছেন টা জানতে হলে সকলকেই নেটফ্লিক্সের দিকে নজর রাখতে হবে।