জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন প্রবীণ রাজনীতিবিদ শরদ পওয়ার। আজ মঙ্গলবার এক অনুষ্ঠানে নিজেই এ কথা জানিয়েছেন প্রবীণ মরাঠা রাজনীতিবিদ। যদিও পওয়ারের পরিবর্তে দলের শীর্ষ পদে কাকে বসানো হচ্ছে তা নিয়ে এখনও এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি। এনসিপির সভাপতির পদ থেকে শরদ পওয়ারের সরে যাওয়া বিজেপি বিরোধী শিবিরের পক্ষে জোর ধাক্কা বলেই মনে করছেন রাজনেতিক পর্যবেক্ষকরা। মঙ্গলবার নিজের আত্মজীবনী প্রকাশ অনুষ্ঠানে ৮২ বছর বয়সী মরাঠা স্ট্রংম্যান ভাবুক কণ্ঠে জানান, ‘গত ২৪ বছর ধরে এনসিপির সভাপতির দায়িত্ব সামলাচ্ছি। এই বয়সে এসে আর পদ আঁকড়ে থাকতে চাই না। আমার মনে হয়, অন্য কারও এবার সভাপতি পদের দায়িত্ব নেওয়া উচিত। দলের নেতাদেরই সিদ্ধান্ত নিতে হবে, কাকে তাঁরা এই পদে (এনসিপি’র সভাপতি) বসাবেন।’